অবশেষে সুপ্রিম কোর্টের বোধদয় হ’ল৷ বিচারের রায় বাংলা ভাষাতেও প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়ে বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা দিল ভারতের মহামান্য বিচারালয়৷
বাংলাকে বাদ দিয়ে আরও পাঁচটি ভাষায় সুপ্রিম কোর্ট তার রায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল৷ হিন্দী ও ইংরাজী তো আগেই ছিল৷ পরবর্তীতে যে আরও পাঁচটি ভাষায় রায় প্রকাশের সিদ্ধান্ত নেয়, তার মধ্যেও বাংলা স্থান পায়নি৷ বাংলা শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি ভাষা৷ দুধ জল আলাদা করলে হিন্দী নয়, বাংলাই হবে ভারতবর্ষের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা৷ শুধু তাই নয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিচারেও বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠতম ভাষা, বিশ্বেরও অন্যতম শ্রেষ্ঠ ভাষা৷ অবাক করার বিষয় এই যে সুপ্রিম কোর্টের সাতের মধ্যে সেই ভাষার স্থান ছিল না৷ প্রতিবাদে পথে নামে আমরা বাঙালী৷ বাংলা দরদী অন্যান্য বিভিন্ন সংঘটন ও প্রতিষ্ঠানও প্রতিবাদে মুখর হয়৷ নানা মহল থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন পৌঁছায়---বাংলাকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্যে৷ অবশেষে সুপ্রিম কোর্টের টনক নড়ে৷ এখন থেকে সুপ্রিম কোর্টের রায় প্রকাশে বাংলা ভাষাকেও ব্যবহার করা হবে৷