মহামারী রোগ আইন  পশ্চিমবাঙলাতেও

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মারণরোগের বাইরাস প্রতিরোধে ১৮৯৭ সালে তৈরি হয়েছিল দ্য এপিডেমিক ডিজিজেস এ্যাক্ট বা মহামারী আইন৷ রাজ্য সরকারের এক নির্দেশে পশ্চিম বাঙলাতেও এই আইন চালু করা হল৷ এর আগে বেশ কয়েকটি রাজ্য এই আইন চালু করেছে৷ এরফলে  বিদেশ থেকে যারা আসবে বা করোনা বাইরাসে যারা আক্রান্ত হবে রাজ্যসরকারের নির্দেশ মেনে চলতে তারা বাধ্য থাকবে৷