সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৮শে সেপ্ঢেম্বর দক্ষিন কলিকাতা বালিগঞ্জ মহানির্র্বন রোডে অপরাহ্ণে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন উপলক্ষ্যে জেলার বহুমার্গী ভাই-বোন মহানির্বান রোডে গার্লস প্রাউটিষ্টের কার্যালয়ে উপস্থিত হন৷ কীর্ত্তন পরিবেশন করেন--- অবধূতিকা আনন্দঋতব্রতা আচার্যা, প্রশান্ত শীল, বিজয়া দেব, সুনন্দা সাহা ও কিশোর দেব প্রমুখ৷ কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ সারদা আচার্যা ও পরিচালনা করেন অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷