সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবক্তা ও প্রবর্তক, ধর্মগুরু ও সমাজ গুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৯০ সালের ২১ অক্টোবর তাঁর পার্থিব শরীর ত্যাগ করে সকল ভক্ত হৃদয়ে বিরাজমান৷ প্রতি বৎসরের ন্যায় ২১শে অক্টোবর’২৪ আনন্দনগর ‘বাবা স্মৃতি শৌধে’ তিন ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলম নাম সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের মাধ্যমে পালন করা হয়৷