মহাপ্রয়াণ উপলক্ষ্যে কৃষ্ণনগরে অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ২১শে অক্টোবর ২৪, নদীয়া জেলার কৃষ্ণনগর শহর অন্তর্গত ঘূর্ণী হালদার পাড়ার মোড়ে পরমারাধ্য মার্গ গুরুদেবের কোয়াটার মধূপর্ণায় ২১ অক্টোবর২৪ মহায়াণ দিবস উপলক্ষ্যে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা গুরুপুজা স্বাধ্যায় হয় স্বাধ্যায় করেন অণুপ্রিয়া দেব ও বিশিষ্ঠমার্গী তথা এলাঙ্গী আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান সনৎ মৃধা৷ মহাপ্রয়াণ দিবসের ওপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন প্রবীণ আনন্দমার্গী গৌরঙ্গ ভট্টাচার্য৷