মহারাষ্ট্রে বদলার রাজনীতির দ্বিতীয়পর্ব শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর কুর্শী নিয়ে লড়াইতে নেমে উদ্বভ ঠাকরের শিবসেনা বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে এন.সি.পি ও কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়ে৷  তখন থেকেই বিজেপি চেষ্টা চালিয়ে গেছে উদ্বভ ঠাকরের সরকার ফেলার৷ অবশেষে শিব সেনায় ফাটল ধরিয়ে  এবার সফল বিজেপি৷ শিবসেনার বিদ্রোহী নেতা  একনাথ সিন্ধে সহ শিবসেনার একঝাঁক বিধায়ককে অসমে নিয়ে গিয়ে বিলাসবহুল হোটেলে রেখে দেয়৷ কয়েকদিন ধরে টানাপোড়নের পর অবশেষে রাজ্যপালের বিধানসভার আস্থা নেওয়ার চিঠি পাওয়ার পর পরিস্থিতি উদ্বভের হাতের বাইরে চলে যায়৷ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেও সুপ্রিমকোর্ট রাজ্যপালের সিদ্ধান্তকেই বহাল রাখে৷ পরিস্থিতি বুঝে ২৯ তারিখ রাতে উদ্বভ পদত্যাগ করে৷ তারপরই নূতন সরকার গড়ার তোড়জোর শুরু হয়েছে৷ তবে কে সরকার গড়বে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ সিন্ধে বিজেপির সাহায্যে, না-কী  সিন্ধের  সাহায্য নিয়ে বিজেপি সরকার গড়বে দু-একদিনের মধ্যে তাও স্পষ্ট হবে৷