মহাসমারোহে অনুষ্ঠিত হল প্রভাত সঙ্গীত অবলম্বনে অঙ্কন, নৃত্য ও সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই সেপ্ঢেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের কলকাতাস্থিত কেন্দ্রীয় আশ্রমে মহাসমারোহে হয়ে গেল প্রভাত সঙ্গীত অবলম্বনে অংকন নৃত্য ও সঙ্গীতের বর্ণময় চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠান৷ এই উপলক্ষ্যে আশ্রমে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা,ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের ৫৪টি কেন্দ্র থেকে  প্রায় সাতশত প্রতিযোগী ও তাদের অভিভাবক মিলে প্রায় দুই হাজার মানুষের সমাগম হয়৷ সারা দিন রাতের অনুষ্ঠানটি প্রতিযোগীদের রঙের তুলি রেখায়, গানের সুরে ও নৃত্যের ছন্দে প্রকৃত অর্থেই বর্ণময় হয়ে ওঠে৷

কেন্দ্রীয় রাওয়া সেক্রেটারী আচার্য দিব্যচেতনানন্দ অবধূতের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়৷ দ্বিতীয় তথা মূলপর্বে অঙ্কন সঙ্গীত ও নৃত্যের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে প্রতিযোগিতায় যোগত্যামান পেরিয়ে উত্তীর্ণ হয়েছিল তাদের নিয়ে শুরু হয় চূড়ান্ত প্রতিযোগিতা৷ প্রথমে শুরু হয় অংকনের চূড়ান্ত প্রতিযোগিতা, এরপর একই সঙ্গে শুরু হয় আশ্রমের বিভিন্ন ক্যাম্পাসে ও ফ্লোরে সঙ্গীত ও নৃত্যের নবরত্ন প্রতিযোগিতা ও ধ্যানমন্দিরে শুরু হয় সমবেত নৃত্যের চূড়ান্ত প্রতিযোগিতা৷ এরপরে বিভিন্ন গ্রুপের নবরত্ন প্রতিযোগীদের নিয়ে শুরু চূড়ান্ত ত্রিরত্ন প্রতিযোগিতা, প্রতিযোগীতা শেষ হতে বিকেল গড়িয়ে যায়৷ এরপরে শুরু হয় শেষ পর্ব অর্থাৎ পুরস্কার বিতরনী অনুষ্ঠান, ক ও খ বিভাগে যার চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ন হতে পারেনি তাদের সকলকেই মেডেল পরিয়ে দেওয়া হয়৷ চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আচার্য ভবেশানন্দ অবধূত, আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য বীতমোহানন্দ অবধূত, আচার্য দিব্যচেতনানন্দ অবধূত প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও সহযোগিতায় আচার্য প্রমোথেশানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি মার্গের সন্ন্যাসী দাদা, দিদি ও বিভিন্ন সংস্থার অনুগামীদের অক্লান্ত পরিশ্রমে সাফল্যমণ্ডিত হয়৷