মহিলা স্বশক্তিকরণের প্রথম ব্যাচের পরীক্ষা সফলভাবে সম্পন্ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০শে মার্চ ২০২৫, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন অনুমোদিত আনন্দনগর অ্যাপারেলস প্রশিক্ষণ কেন্দ্র-এর প্রথম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে৷

এই ব্যাচের ৩৬ জন মহিলা প্রশিক্ষণার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ প্রতিটি প্রশিক্ষণার্থীকে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল), তাত্ত্বিক (থিওরি) ও মৌখিক (ভাইভা)এই তিনটি পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে৷

NSDC-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োজিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন কর্তৃক আনুষ্ঠানিক শংসাপত্র প্রদান করা হবে, যা তাঁদের দক্ষতা ও স্বনির্ভরতার পথ সুগম করবে৷ এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নারীদের আত্মনির্ভরশীল করে তোলার প্রয়াস এক নতুন দিগন্ত উন্মোচন করল৷