মহিলাদের ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলার শেফালির

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

মহিলাদের ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বরেকর্ড করল বাংলা৷ সবচেয়ে বেশি রান তাড়া এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টস৷ ২০১৯ সালে ৩০৯ রান তাড়া করে ক্যান্টারবেরিকে হারিয়েছিল তারা৷ আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরই শ্রীলঙ্কা ৩০৫ রান তাড়া করে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ আর কোনও দলই ৩০০ রান তাড়া করে জিততে পারেনি৷

টসে জিতে হরিয়ানাকে ব্যাট করতে পাঠায় বাংলা৷ নির্ধারিত ওভারে ৩৮৯/৫ তোলে হরিয়ানা৷ জাতীয় দল থেকে বাদ পড়া শেফালি বর্মা একাই নজর কেড়ে নেন৷ ২২টি চার এবং ১১টি ছয়ের সাহায্যে ১১৫ বলে ১৯৭ রান করে নির্বাচকদের বড় বার্তা দিয়ে রাখলেন তিনি৷ রিমা সিসোদিয়ার সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন৷ রিমা ৫৮ এবং সোনিয়া মেহন্দিয়া ৬১ করেছেন৷ বাংলার হয়ে অবদান রেখেছেন প্রায় সব ব্যাটারই৷ ওপেনার ধারা গুজ্জর (৬৯), ষষ্ঠী মণ্ডল (৫২) প্রথম উইকেটেই ৯.১ ওভারে ১০০ তুলে দেন৷ ৮৩ বলে ১১৩ রান করে জয়ে বড় ভূমিকা নেন তনুশ্রী৷ তিনি ফেরার পর জয়ের রাস্তা পরিষ্কার করে দেন প্রিয়াঙ্কা বালা (অপরাজিত ৮৮)৷ তার আগে তনুশ্রী ৫৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন৷ গত সোমবার বিসিসিআই আয়োজিত মহিলাদের এক দিনের ক্রিকেটে হরিয়ানার তোলা ৩৮৯ রান তাড়া করে জিতেছে বাংলা৷ ব্যাটে-বলে নায়ক তনুশ্রী সরকার৷ এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল নিউ জিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টস৷ ২০১৯ সালে ৩০৯ রান তাড়া করে ক্যান্টারবেরিকে হারিয়েছিল তারা৷ আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরই শ্রীলঙ্কা ৩০৫ রান তাড়া করে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ আর কোনও দলই ৩০০ রান তাড়া করে জিততে পারেনি৷ টসে জিতে হরিয়ানাকে ব্যাট করতে পাঠায় বাংলা৷ নির্ধারিত ওভারে ৩৮৯/৫ তোলে হরিয়ানা৷ জাতীয় দল থেকে বাদ পড়া শেফালি বর্মা একাই নজর কেড়ে নেন৷ ২২টি চার এবং ১১টি ছয়ের সাহায্যে ১১৫ বলে ১৯৭ রান করে নির্বাচকদের বড় বার্তা দিয়ে রাখলেন তিনি৷ রিমা সিসোদিয়ার সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন৷ রিমা ৫৮ এবং সোনিয়া মেহন্দিয়া ৬১ করেছেন৷ বাংলার হয়ে অবদান রেখেছেন প্রায় সব ব্যাটারই৷ ওপেনার ধারা গুজ্জর (৬৯), ষষ্ঠী মণ্ডল (৫২) প্রথম উইকেটেই ৯.১ ওভারে ১০০ তুলে দেন৷ ৮৩ বলে ১১৩ রান করে জয়ে বড় ভূমিকা নেন তনুশ্রী৷ তিনি ফেরার পর জয়ের রাস্তা পরিষ্কার করে দেন প্রিয়াঙ্কা বালা (অপরাজিত ৮৮)৷ তার আগে তনুশ্রী ৫৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন৷