মিড ডে মিলে দুর্নীতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০০৯ সালের শিক্ষার অধিকার  আইনে বলা হয়েছে যে,  রাজ্যের  প্রতিটি  সরকারী ও সরকার  অনুমোদিত  বিদ্যালয়গুলিতে  প্রথমশ্রেণী থেকে  অষ্টমশ্রেণী পর্য্যন্ত  মিড্ ডে মিল  প্রকল্পে  শিশুদের  সপ্তাহে  কি কি খাওয়ানো হবে  তার একটি তালিকা প্রকাশ করতে হবে৷ সরকারী নির্র্দেশে  বলা হয়েছে যে,সপ্তাহের বিভিন্ন দিনে  তাদের  খাওয়ানোর তালিকায় রয়েছে ভাত, ডাল, তরকারী, মাংস, ডিম ও খিচুড়ি৷

কিন্তু অভিযোগ উঠেছে যে, বহু জায়গায় অনেক স্কুলে ওই তালিকা মাফিক খাবার দেওয়া  তো দূরের  কথা, সেখানে সামান্য  ডাল  আলুও জোটে না৷

অভিযোগ উঠেছে প্রকাশ-রান্নাঘরের অপরিচ্ছন্নতা, নিম্নমানের  খাবার ও  রান্নার আগে  ও  পরে  রান্নাঘর  পরিষ্কার হচ্ছেনা৷ কোথাও কোথাও রান্নার কাজে  পরিশ্রুত জলে রান্নার  নির্দেশ থাকা  সত্ত্বেও অপরিচ্ছন্ন জলাধার থেকে রান্না করা হয়৷

সরকারী স্কুলে পৃথক খাওয়ার ঘর ও টেবিল তৈরীর জন্য টাকা দেওয়া সত্ত্বেও স্কুলগুলির করুণ দশা!

মিড ডে মিলে প্রতিদিনের  হিসেব স্কুল শিক্ষা দফতরের ওয়েবসাইটে  তুলে দেওয়ার নীতি চালু থাকা সত্ত্বেও সর্বত্র এই নিয়ম মানা হচ্ছে না৷ দুর্নীতির জন্যে  কোথাও কোথাও  বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে৷ তা সত্ত্বেও সব থেকে বড় কথা টাকা ও খাবারের ক্ষেত্রে  স্বচ্ছতা প্রায়  কোথাও মানা হচ্ছে না৷