মিওয়াকি পদ্ধতিতে অরণ্য হবে মুর্শিদাবাদে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অল্প জায়গায় বেশী করে স্থানীয় গাছ লাগিয়ে তাদের মধ্যে বেড়ে ওঠার কৃত্রিম প্রতিযোগিতা করিয়ে ঘন অরণ্য তৈরীর পদ্ধতি আবিষ্কার করেন জাপানী উদ্ভিদবিদ্ আকিরা মিওয়াকি৷ এই পদ্ধতি আবিষ্কারের জন্যে মিওয়াকিকে ব্লু প্ল্যানেট পুরস্কারে ভূষিত করা হয়৷

তাঁরএই পদ্ধতিকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদে বনাঞ্চল তৈরীর পরিকল্পনা নিল মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ জেলা পরিষদেরএক কর্মকর্তা জানান ১০০ দিনের কাজের প্রকল্প কাজে লাগিয়ে এই বনাঞ্চল তৈরী হবে৷