মিউনিখ বিশ্বকাপে দূরন্ত লড়ে ফের স্বর্ণজয় ভারতের অপূর্বীর

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ফের ভারতের ঘরে সোনা উপহার দিলেন জয়পুরের শুটার অপূর্বী চাণ্ডেলা৷ মিউনিখে গত রবিবারে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অপূর্বী৷

গত ফেব্রুয়ারি মাসেও তিনি নয়াদিল্লিতেও বিশ্বকাপে সোনা জিতেছিলেন ও বিশ্বরেকর্ডও করেছিলেন৷ অপূর্বীর প্রতিদ্বন্দ্বী চিনের ওয়াং লুয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অপূর্বীর স্কোর হয় ২৫১৷ আর চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং লুয়ার স্কোর ২৫০.৮৷ ফাইনালে আর ওয়াং পারলেন না স্কোর করতে তিনি ব্রোঞ্জ জয় করলেন ওপূর্বী সোনা৷

ওই যুদ্ধটা যে কতটা হাড্ডাহাডি হয়েছিল তা স্পষ্ট হয় নির্ণায়ক ধাপে৷ অপূর্বীর যখন স্কোর ১০.৪ আর তখন ওয়াং-এর স্কোর ছিল ১০.৩৷

গতবার বেজিংয়ে এই মরশুমের দ্বিতীয় বিশ্বকাপে অপূর্বীর একটুর জন্য পদক হাতছাড়া হয়ে যায়৷ সেখানে তিনি চতুর্থ হয়েছিলেন৷ তাই গত রবিবার তার এতদিনের প্রচেষ্টার ফল তিনি পেয়ে যান৷ বিশ্বকাপে তাঁর জীবনে এই পদকটি দ্বিতীয় পদক৷ মিউনিখে এই ইভেন্টে ভারতের আর একজন ফাইনালে উঠেছিলেন৷ তিনি এলাভেনিল ভালারিভান৷ চিনের জুং হংয়ের থেকে মাত্র ০.১ পয়েন্ট পিছিয়ে থাকায় তাঁকে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়৷ দিনের অন্য ইভেন্টগুলোতেও এ দিন ভাল ফল করেন ভারতীয় শুটাররা৷ ২৫ মিটার পিস্তলে চূড়ান্ত পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করেছেন রাহি সারনোবাত৷

এর মধ্যেই অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করেছেন যারা তাঁরা হলেন--- অপূর্বী চাণ্ডেলা, অঞ্জুম মাউদগিল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্র্ম ও দিব্যাংশু সিংহ পানওয়ার৷ যথারীতি এই শ্যুটাররা প্রত্যেকেই অলিম্পিক্সে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন৷

ভারতে শ্যুটিং খুব একটা জনপ্রিয় না হলেও ইদানিং বড় আসরে দেশের বেশ কয়েকজন এই বিভাগে ভাল দক্ষতা দেখানোয় অনেকেই শ্যুটিংয়ের প্রতি উৎসাহ দেখিয়েছেন৷ আশা করা যায় আগামী দিনে শ্যুটিংয়ে ভারতীয় খেলোয়াড়রা দেশের মুখ উজ্জ্বল করবেন৷