অতীতে একবার এমন সম্ভাবনার কথা তুলেছিলেন কয়েকজন বিজ্ঞানী৷ যে পৃথিবীর মতো মঙ্গলেও কি সাগর বা মহাসাগর ছিল? কিন্তু প্রমাণের অভাবে তা খারিজ হয়ে গিয়েছিল৷ এবার সেই তত্ত্বকে তুলে ধরেছেন চারজন৷ তার মধ্যে আবার দু’জন বাঙালী৷ তাদের প্রকাশিত গবেষনায় তারা দেখিয়েছেন মঙ্গলে জেজেরো গহ্বরের কাছে যে ব-দ্বীপ ভূমিরূপ আছে তার গঠনের সঙ্গে জোয়ার-ভাটার সম্পর্ক আছে৷ মঙ্গলের উত্তর মেরুর কাছে থাকা মহাসাগরের অবস্থানের ফলেই সেই জোয়ার-ভাটা হত ও তার ফলেই পলি জমে ওই ব-দ্বীপ তৈরি হয়েছিল৷ তাছাড়া বিজ্ঞানীদের বড় অংশেরই মতামত ছিল যে মঙ্গলের উপগ্রহ আকারে অনেক ছোট হওয়ায় তার টানে জোয়ার-ভাটা হওয়া সম্ভব নয়৷ তাই ওই অঞ্চলে সাগরে বদলে হ্রদ ছিল বলেই ধরে নেওয়া হয়৷ কিন্তু জেজেরো-র কাছে যে ভূমিরূপ নাসার রোভারের চোখে ধরা পড়েছে তার স্তরীভবন প্রক্রিয়াকে বিশ্লেষণ করে রজতেরা ভিন্ন যুক্তি তুলে ধরেছেন৷ তাঁদের মতে, জোয়ার-ভাটা না হলে ওই ধরনের পলির অধঃক্ষেপ পড়তে পারে না৷