মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মণিপুরের অশান্তি ও হিংসায় লাগাম টানতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললো নাগরিক অধিকার রক্ষা কমিটি৷ কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক আলী রাজা উসমানী ও কিশোর ভট্টাচার্য, কমিটির সচিব সাধন পুরকায়স্থ ও কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হাইলস্কর গত রবিবার এক বার্র্তয় জানান, মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এর উপর আস্থা রাখতে গিয়ে তলানিতে গিয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা৷

মেইতেইদের সঙ্গে পাহাড় নিবাসী কুকি জনগোষ্ঠী সংঘর্ষের জেরেই গত মে মাসে প্রথম উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর৷ সেই সময় নাগরিক অধিকার রক্ষা কমিটির তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠানো হয়েছিল৷ তাদের দাবি তখন যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করা হতো তাহলে পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না৷

তারা আরও জানান, মণিপুরে নানা জাতি, জনজাতির মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত৷ বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ সমাহারে বসবাস করছে সুদীর্ঘকাল থেকে৷ কিন্তু প্রায়ই অ-উপজাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে নানা কারণে সংঘাত তৈরি হয়৷

প্রায় আড়াই মাস থেকে বর্তমান মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে পারেননি৷ প্রতিনিয়ত পরিস্থিতি আরো ভয়ংঙ্কর রূপ ধারণ করছে৷ এই পরিস্থিতিতে বর্তমান মুখ্যমন্ত্রীর টিকে থাকার কোন নৈতিক দায়িত্ব নেই৷ যেহেতু তিনি নিজের থেকে পদত্যাগ করতে চাইছেন না তাই কেন্দ্র সরকারকে নৈতিক দায়িত্ব নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে অপসারিত করে রাষ্ট্রপতি শাসন চালু করার দাবি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি৷