সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৬ই ডিসেম্বর দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনু বাজারের বিশিষ্ট আনন্দমার্গী বিপুল পাঠারির বাসভবনে তিনঘন্টা অষ্টাক্ষরী মহানাম মন্ত্র ‘াা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ স্থানীয় মার্গী ভাই বোন ও বহু সাধারণ মানুষ কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন,শুকলাল বিশ্বাস ও স্থানীয় মার্গী ভাই বোনেরা ৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ করে শোনান শ্রী গোবিন্দ মজুমদার৷ কীর্ত্তনের মাহাত্ম্য ও আনন্দমার্গের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুব্রজানন্দ অবধূত, আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও দক্ষিণ ত্রিপুরার ভুক্তি প্রধান গৌরীশঙ্কর নন্দী৷