মনু ভাকের প্রথম ভারতীয় যিনি একটি অলিনম্পিক্সে দু’টি পদক জিতলেন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতের তিনটি পদকের মধ্যে দু’টি এসেছে তাঁর হাত ধরে৷ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের৷ একটি পদক একটুর জন্য হাতছাড়া হয়েছে৷ নিজের জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে দেখা গেল ভারতীয় শুটারকে৷ তিনি জানালেন, স্বপ্ণপূরণ হয়েছে তাঁর৷ কিন্তু জোড়া পদক জয়ের আনন্দের পাশাপাশি একটি পদক হারানোর কাঁটাও বিঁধছে তাঁকে৷ মনু জানান--- ‘‘একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে আমার স্বপ্ণপূরণ হয়েছে৷ এই জয় শুধু আমার একার নয়৷ যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের৷ এই সমর্থন ছাড়া আমি জিততে পারতাম না৷ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের ও আনন্দের৷’’ ২৫ মিটার এয়ার পিস্তলে পদক জিততে না পারার কাঁটা যে মনুকে এখনও বিঁধছে তা তাঁর কথায় প্রকাশ পেয়েছে৷ মনু আরও লেখেন, ‘‘প্রতিটা পদক্ষেপে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ৷ প্যারিসে শেষটা খুব একটা আনন্দের হল না৷ কিন্তু ভারতের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি৷’’ প্যারিসে মনু শুরুটা করেছিলেন ১০ মিয়ার এয়ার পিস্তলে৷ .১ স্কোরের জন্য ব্রোঞ্জ জেতেন তিনি৷ পরে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে আরও একটি ব্রোঞ্জ জেতেন তিনি৷ স্বাধীনতার পরে মনুই প্রথম ভারতীয় যিনি একটি অলিনম্পিক্সে দু’টি পদক জিতেছেন৷ পদক জয়ের হ্যাটট্রিকও করতে পারতেন ২২ বছরের শুটার৷ কিন্তু ২৫ মিটার এয়াক পিস্তল ইভেন্টে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় তাঁর৷ চতুর্থ স্থানে শেষ করেন তিনি৷