সোস্যাল মিডিয়া থেকে মাঠে ময়দানে প্রচারে মোদির ভারত এখন উন্নয়নের চূড়ায়৷ কেউ বলছে বিশ্ব অর্থনীতিতে ভারত এখন সুপার পাওয়ার৷ কিন্তু গেরুয়া শিবিরের এই প্রচারকে চুপসে দিল একটি প্রতিবেদন৷ উন্নয়নের বিভিন্নক্ষেত্রে মোদির ভারত অনেক পিছনে৷ সেন্টার ফর সায়েন্স অ্যাণ্ড এনভারমেন্ট-এর স্টেট্ অব স্টেটস্ আর উই অন ট্র্যাক টু অ্যাচিভ সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস্ ২০৩০-এর একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যেমন---ক্ষুধা ও অপুষ্টি কমিয়ে আনা, সুস্বাস্থ্য,পানীয় জল ও নিকাশি পরিসেবা, আন্ডারওয়েট, লিঙ্গ সাম্য, সামাজিক বৈষম্য দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উন্নয়নের মাপকাঠিতে ভারত ১৬৭টি দেশের মধ্যে ১০৯ নম্বর স্থানে আছে৷ ১৬টি সাস্টেইনেবল ডেভলপমেন্ট গোলস্-এর ভিত্তিতে তৈরী প্রতিবেদনে জানা যায় ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে ভারত আশানুরূপ ফল পায়নি৷ পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে ৩২.১ শতাংশের ওজন স্বাভাবিকের থেকে কম, অন্তসত্ত্বা নারীদের ৫২.২ শতাংশ অ্যানিমিয়ায় ভুগছেন৷ উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ছিল ১৯.৬৬ শতাংশ, কিন্তু সেখানে মোট কর্মসংস্থানের মাত্র ১১.৪২ শতাংশ হয়েছে৷ পরিষেবার ক্ষেত্রেং ৫২.৯ শতাংশ লক্ষ্যমাত্রার অনেক নীচে মাত্র ২৭.৭৫ শতাংশ৷ উদ্ভাবন সূচকে ভারতের কপালে জুটেছে ১০০ এর মধ্যে ৩৬.৪ শতাংশ৷ সামাজিক বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রেও ভারত অনেক পিছনে৷ প্রতি এক লক্ষের মধ্যে ৩৭টি শি অপরাধের শিকার হয়, ১০ লক্ষের মধ্যে চার জন মানব পাচারের শিকার৷ এই প্রতিবেদন মোদি সরকারের প্রচারের বেলুন চুপসে দিয়েছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়