মোহনবাগানের আইএসএল কাপ জয়ে উচ্ছ্বাস

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

লিগ শিল্ডের পর আইএসএল কাপও জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট৷ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়েছেন শুভাশিস বসুরা৷ দলের কর্ণধার নিজে পদক তুলে দিয়েছেন ফুটবলারদের হাতে৷ সবুজ-মেরুন শিবিরের জয়ের রেশ পৌঁছেছে লখনউয়েও৷ আইএসএল কাপ জয়ের জন্য মোহনবাগান ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ এবং বোলার আকাশ দীপ৷

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের পর লখনউয়ের ক্রিকেটারেরা চোখ রেখেছিলেন মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচের দিকে৷ মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়ে পন্থ বলেছেন, ‘‘আইএসএল কাপে দুর্দান্ত জয়ের জন্য মোহনবাগান এবং সঞ্জীব স্যরকে অভিননন্দন৷’’ বাংলার জোরে বোলার আকাশ বলেছেন, ‘‘আইএসএল কাপ জয়ের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে অভিনন্দন৷’’ উল্লেখ্য, সবুজ-মেরুনের হয়ে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলেছেন ভারতীয় দলের বোলার৷ আইএসএলে জয় পেয়েছে মোহনবাগান৷