বাংলাদেশে মোকা ঝড়ের সমাপ্তি ঘটেছে কিন্তু বিপর্যয় কাটেনি এখনও পর্যন্ত৷ বাংলাদেশের সৈকত শহর কক্সবাজার ও মায়ানমারের রাখাইন প্রদেশের রাজধানী, বন্দর শহর সিটওয়ের মাঝে গত রবিবার প্রায় ১৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় মোকা৷ কমপক্ষে ৩০০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে৷ সেখানকার সেন্ট মার্টিজ দ্বীপে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে৷ এছাড়া ফোন নেটওয়ার্কের একাধিক বেস স্টেশন অকেজো হয়ে পড়েছে যার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে৷ এটা তো একটা দিক অপরদিকে বিপাকের মধ্যে পড়েছে রোহিঙ্গারা৷
মারাত্মক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের প্রায় ১৩০০টি ঘর ভেঙে গেছে৷ মোকার তাণ্ডবে ১৫০০ হাজারেরও বেশি রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উখিয়ার বালুখালি ১০ নম্বর শিবিরে৷ এখানে ২৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উখিয়ার ৬ নম্বর শিবিরে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০৯টি ঘর৷ উখিয়া ও টেকনাফে সরকারি খাতায় নথিভুক্ত থাকা রোহিঙ্গার সংখ্যার সাড়ে ১২ লক্ষ৷ এদের সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই জানিয়েছে ওই দেশের প্রশাসন৷