সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ইতালির রোমের হাসপাতালে মস্তিস্কের একটি জটিল অস্ত্রোপচার হয় পঁয়ত্রিশ বছর বয়সের এক স্যাক্সোফোন শিল্পীর৷ ন’ঘন্টা ধরে চলে তার ব্রেন সার্জারি৷ আর অস্ত্রোপচারের সময় ডাক্তারের নির্দেশে তিনি টানা বাজিয়ে গেলেন স্যাক্সোফোন৷ কখনো ১৯৭০ সালের লাভ স্টোরির থিম সং, তো কখনো ইতালির জাতীয় সঙ্গীত৷ তার মনের জোরে হতবাক ডাক্তাররাও৷ সার্র্জরির সময় রোগীর কোন স্নায়বিক সমস্যা হচ্ছে কি না তা বোঝার জন্যই রোগীকে জাগিয়ে রাখা হয়েছিল৷