মুক্তির বাসনায়.....

লেখক
শ্রীমন

মন ছুটে যেতে চায়

                মুক্তির বাসনায়---

মুক্ত আকাশে ডানা মেলে ওড়া

পাখিদের মত৷

কিন্তু হাতছানি দেয়

                পিছুটান জগৎ সংসার৷

হে বন্ধন কেন ওরে,

                বাধা দিতেছিস মুক্তির দ্বারে......

ছুটে যেতে চায় মন---

প্রাণ চলে না, রজ্জু ছিঁড়ে

                মায়ার বন্ধন

মুক্তির বাসনাটা মনে থেকেই যায়---

                উড়তে থাকে হওয়ার ভীড়ে৷৷

মেঘ ভেসে ভেসে যায়

                বৃষ্টি হয়---

আবার অন্য কোথাও

                মেঘ ভেসে চলে ---

বর্ষা এসে বৃষ্টি হবেই

এই তো সময় হয়েছে শুরু

                আলোকপথের যাত্রা শুরু,

                বাধার সম্মুখে---

বরণ করে হাসিমুখে

                এগিয়ে নিয়ে যেতে চাই

কণ্টক পথের কষ্ট ভেদে

অজস্র বেদনাহত মন মুক্তির বাসনায়

                                আনন্দমূর্ত্তি শ্রীচরণে

                                প্রাণ করিতে নিবেদন৷৷