মুম্বাইকে হারালেই ফাইনাল খেলবে কেকেআর

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

বুধবার রাতে দুরন্ত ফর্মে থাকা হায়দরাবাদ সানরাইজার্সের ব্যাটসম্যানদের কার্যত বশে রেখে এলিমিনেশনের প্রথম হার্ডল টপকাতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স৷ জয় সাই উইকেটে৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য নাইটদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান৷ তিন উইকেট খুইয়ে সেই রান তুলে নেন গৌতম গম্ভীররা৷ সাড়ে তিন ঘণ্টা বৃষ্টি দুই দলের ২০ ওভার করে ব্যাট করতে দেয়নি৷ টসে জিতে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর সানরাইজার্সকে ব্যাট করার আহ্বান করেন৷ সেরা ফর্মে থাকা ওয়ার্নার-ধাওয়ান জুটি উমেশ যাদব ও ট্রেণ্ট বোল্টের সামনে কোনও সুবিধা করতে পারেননি৷ কেকেআরের পরবর্তী বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন৷ নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৮ রান করে সানরাইজার্স৷ এরপরই বৃষ্টি নামে৷ শেষে নাইটদের ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্যমাত্রায় মূলত অধিনায়ক গৌতম গম্ভীরের ৩২ রান জয় এনে দেয় নাইটদের৷ এই ম্যাচে নাইট রাইডার্স খেলোয়াড়তের দুরন্ত ফিল্ডিং ছিল চোখে পড়ার মত৷ নাইট বোলার কুল্টার নাইলনের দুরন্ত কট-অ্যাণ্ড-বোল্ড দশম আইপিএলের সেরা ক্যাচের মধ্যে থাকবে৷ আগামী শুক্রবার নাইটদের দুরন্ত ফিল্ডিং, নিয়ন্ত্রিত বোলিং আর গৌতম গম্ভীরের ফুর্মে ফেরা---সব মিলিয়ে মুম্বাই ইণ্ডিয়ানস্কে চিন্তার ফেলবে বলাই বাহুল্য৷