মুর্শিদাবাদ ও বীরভূমে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মুর্শিদাবাদ ও বীরভূম জেলার মিলনস্থল লোকপাড়া গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী মনোজ মণ্ডলের বাসগৃহে ১০ই এপ্রিল ২২ রবিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনানুষ্ঠানে আচার্য বিশ্বত্বরানন্দ অবধূত, আচার্য সুচিরানন্দ অবধূত, আচার্য বানীব্রত

ব্রহ্মচারী উপস্থিত ছিলেন৷ মুর্শিদাবাদ  ও বীরভূম জেলা থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ আনন্দমার্গী সর্বশ্রী নিতাই মণ্ডল, মহাদেব সেন, সুশান্ত ঘোষ, তাপস সিনহা, মানবেন্দ্র নাথ ঘোষাল প্রমুখ৷ শেষে মিলিত সাধনা,গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ কীর্ত্তন মহিমার ওপর মূল্যবান আলোচনায় অংশগ্রহন উপস্থিত বিশিষ্ঠ জনেরা৷ ভক্তি আপ্লুত ১৫০ জনের বেশী ভক্তের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য কীর্ত্তন পরিক্রমা সম্পূর্ণ গ্রাম  পরিভ্রমণ করে কীর্ত্তন অঙ্গনে ফিরে আসে৷  দুই শতাধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন শ্রী মনোজ মণ্ডল মহাশয়৷