মুর্শিদাবাদে জলছত্র অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই এপ্রিল বাঙলা নববর্ষের নব প্রভাতে মুর্শিদাবাদ জেলার কুরিচা গ্রামে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সল এর পক্ষ থেকে একটি জলছত্র অনুষ্ঠানের উদ্বোধন করা হয়৷ বৈশাখ মাস ধরেই এই জলছত্র পরিসেবা চালু থাকবে বলে আয়োজকবৃন্দ জানিয়েছেন৷ জলছত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘প্রাউট’ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন আচার্য বানীব্রত ব্রহ্মচারী ও কুরিচা গ্রামের তরুন সদস্য শ্রীনিতাই মণ্ডল৷ স্থানীয় গ্রামবাসী ও ‘প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের’ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন৷