মুর্শিদাবাদে যোগ চর্চা আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ সেপ্ঢেম্বর ঃ মুর্শিাদাবাদ জেলার বড়োঞা ব্লকের কুলিগ্রাম ভুজঙ্গ ভূষণ বি. এড় কলেজে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল ছাত্র জীবনে যোগানুশীলনের উপকারিতা ও সুখী তথা শান্তিপূর্ণ জীবনের উপায়৷ কলেজের শতাধিক ছাত্র-ছাত্রা এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন৷ আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য প্রসুনানন্দ অবধূত৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন---বর্তমান সমাজের সর্বত্রই আজ চরম অরাজগতা ও বিশৃঙ্খল অবস্থা৷ অর্থনৈতিক বৈষম্য ও শিল্প-সাহিত্যে অসংস্কৃতির জোয়ার মানুষের বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে বিপথগামী করছে৷ ভ্রান্ত জীবনধারা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে৷ আচার্য প্রসুনানন্দ অবধূত বলেন---ব্যষ্টি ও সমষ্টির সর্বাত্মক প্রগতির জন্যে দরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য৷ সাধারণতঃ ভারতবাসীর জীবন ধারা অন্তর্মুখীন, ভারতবাসী আজ সেই জীবনধারা থেকে সরে এসেছে বলেই তার এই অবক্ষয়, এত অরাজগতা৷ আনন্দমার্গ দর্শন নির্দিষ্ট জীবনধারাই সমাজকে এই অবক্ষয় ও অরাজগতার হাত থেকে রক্ষা করবে৷ এরপর তিনি মানুষের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও আত্মিক বিকাশে যোগ সাধনার প্রয়োজনীয়তা ও যোগাভ্যাসের নানা কৌশলের ওপর আলোচনা করেন৷ এই অঞ্চলের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সাক্ষীগোপাল দেব ও শ্রী তিাই মণ্ডল এই আলোচনায় অংশ নেন৷ বেশ কয়েকজন ছাত্র আনন্দমার্গের যোগচর্চায় আগ্রহী হয়েছেন৷