মূর্ত্তিভাঙ্গা বা মূর্ত্তির বিকৃতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে মার্চ প্রেসিডেন্সিতে  কালি মাখানো হলো প্রাক্তনী শ্যামাপ্রসাদ  মুখোপাধ্যায়ের  নামফলকে৷

গত ৬ই মার্চ--- ত্রিপুরায় বিলোনীয়ার লেলিন  মূর্ত্তিভাঙ্গা হ’ল৷

৭ই মার্চ-কলকাতার কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  মূর্ত্তি বিকৃত করা হল৷

৮ই মার্চ -কেরালায় মহাত্মাগান্ধীর  মূর্ত্তিকে বিকৃত করা হ’ল৷

আবার ১৯শে মার্চ- প্রেসিডেন্সিতে প্রাক্তনী শ্যামাপ্রসাদের  নামফলকের  ওপর কালি লাগিয়ে  দেওয়া হ’ল৷

এইভাবে প্রায় নিয়মিত বিভিন্ন মনীষীদের মূর্ত্তিভাঙ্গা বা বিকৃত করা হচ্ছে৷ এধরণের  কাজ বন্ধ  হওয়া উচিত৷ মানবসমাজে  বিভিন্ন মতবাদ এসেছে৷ মানুষ বিচার  করে দেখবে, কোন্ মতবাদ  গ্রহণীয় কোন্টা নয়, এনিয়ে আলোচনা হোক, বিতর্ক হোক, কিন্তু অসহিষ্ণুতা কাম্য নয়৷