‘টাটা স্টিল কলকাতা ২৫ কে ’ আয়োজিত ম্যারাথনে এবারে ১৪ হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন, কিন্তু এদের মধ্যে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এখানে এমন মানুষেরাও অংশগ্রহন করেছিলেন যাঁরা কেউ বা মানসিক আবার কেউ বা শারীরিকভাবে বিকলাঙ্গ৷ কিন্তু এঁদের আত্মবিশ্বাসের কাছে আমাদের মত সাধারণ সুস্থ মানুষেরাও হেরে যেতে পারি৷ এঁদের মধ্যে কেউ বা কোনো দুর্ঘটনায় নিজের পা হারিয়েছেন ও কেউ হাত হারিয়েছেন, ও কেউ বা জন্ম থেকেই দাঁড়াতে পারেন না৷ কিন্তু এগুলি ও বিভিন্ন মানসিক অবসাদ সত্ত্বেও তারা হেরে যায় নি৷ তাঁরা লড়াই করেছে ও এখনও করে চলেছেন৷ এনাদের মধ্যে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ বা পড়াশুনা করছে ইঞ্জিনিয়ারিং করছেন, এছাড়া কেউ শিক্ষক, ব্যবসায়ী ও আইনজীবির মত পেশায় এনারা যুক্ত৷ তাঁদের জীবনের বিভিন্ন প্রতিকুল অবস্থার সম্মুখীন হয়ে তাঁরা আবার ম্যারাথনে অংশ গ্রহন করেছেন৷ এমন পরিস্থিতিতে তাঁদের কিছু জিজ্ঞাসা করলে তাঁরা বলেন, ---‘‘তাঁদের পরিবার, কখনই তাঁদের বুঝতেই দেয়নি , যে তারা প্রতিবন্ধী৷ তাই তাঁরা নির্দ্ধিতায় বলেন তাঁদের জীবনে তাঁরা যা সাফল্য পেয়েছেন তা একমাত্র তাঁদের পরিবারে জন্য সম্ভব হয়েছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়