সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
চাকুলিয়া, ঝাড়খণ্ড ঃ চাকুলিয়ার আনন্দমার্গ হাইস্কুলে ৫১জন ছাত্র-ছাত্রা ঝাড়খণ্ডের ম্যাট্রিকুলেশন বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল৷ সকল বিদ্যার্থী প্রথম শ্রেণীতে পাশ করেছে৷ ৯০ শতাংশের ওপর নম্বর পেয়েছে ২৬ জন৷ ৮০-৯০ শতাংশ পেয়েছে ২২জন৷ ৭০-৮০ শতাংশ পেয়েছে তিনজন৷ এদের মধ্যে থেকে শ্রেয়া সোনগিরি ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে৷ পঞ্চম স্থানে রয়েছে কুনাল পাল৷ শ্রেয়া সাউ ও নন্দিনী বক্সি রয়েছে নবম স্থানে৷ এছাড়া জেলাস্তরে প্রথম কুড়িতে দশজন আছেন৷ গত ১৮ই জুন ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন চাকুলিয়া আনন্দমার্গ হাইস্কুলের টিচার.ইন.চার্জ সুনীল কুমার মাহাত ও রাজ্যে প্রথম স্থানাধিকারী শ্রেয়া সোনগিরি, পঞ্চম স্থান অধিকারী কুনাল পালকে ও অন্যান্য কৃতি ছাত্র-ছাত্রাদের সম্বর্ধনা দেন৷