সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ময়ূরভঞ্জ ঃ ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বরুয়া ব্লকের অন্তর্গত চামচি গ্রামে গত ৯ই অক্টোবর আনন্দমার্গের ১২ ঘণ্টা ব্যাপী কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর সঙ্গে সঙ্গে ধর্মসভা ও বিনাব্যয়ে চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়৷ অখণ্ড কীর্ত্তনের পরিচালনায় ছিলেন দিবাকরানন্দ অবধূত, স্বরূপ নায়েক, বিশ্বনাথ মাহাত প্রমুখ৷ অখণ্ড কীর্ত্তনের পর অনুষ্ঠিত ধর্মসভায় সাধনা, কীর্ত্তনের ওপর বক্তব্য রাখেন সুরেশ নায়েক, আচার্য মহীদেবানন্দ অবধূত, আচার্য তপোনিষ্ঠানন্দ অবধূত প্রমুখ৷
কীর্ত্তন ও ধর্মসভার পাশাপাশি বিনাব্যয়ে চিকিৎসারও আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে প্রায় ২০০ দুঃস্থ গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ওষুধও দেওয়া হয়৷ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কৌশিক দেও, ডাঃ যুধিষ্ঠির মাহাত৷ শ্রীবনমালি নায়েক, প্রীতিলতা নায়েক প্রমুখের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷