বিজিত কুমার সিংহ,শিলচর - আসাম সরকার এন আর সি তালিকাভুক্ত নাগরিকদের পুনরায় নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর যে ঘোষণা করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, আসাম এর কেন্দ্রীয় কমিটি। কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় যে রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির মদতে পরিচালিত আসাম সরকার ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তকে বাস্তবায়িত করতে পুনরায় এন আর সি তালিকাভুক্ত নাগরিকদের নথিপত্র যাচাইয়ের চেষ্টা করছে। সি আর পি সি সি, আসাম এর পক্ষ থেকে এও বলা হয় যে এন আর সি তালিকা তৈরির সময়ে জনগণের নথিপত্র বারবার যাচাই করা হয়েছিল এমনকি প্রতিটি মানুষের বংশবৃক্ষ পরীক্ষা করে তাঁদের বাসস্থান থেকে বহু দূরের এন আর সি'র সেবাকেন্দ্রে ডেকে নিয়ে নথিপত্র যাচাই করা হয়। এসব ঘটনায় আতংকিত হয়ে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এন আর সি নবায়নের নামে রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের চরম দুর্ভোগ পোয়াতে বাধ্য করা হলেও সরকারের মনোবাসনা পূর্ণ হয়নি। শুধু তাই নয়, তন্ন তন্ন করে নথিপত্র যাচাইয়ের পরও উগ্র-প্রাদেশিকতাবাদীদের দাবি মতো সত্তর, আশি লক্ষ নাগরিকের নাম বাতিল না হওয়াতে পুনরায় আসাম সরকার চক্রান্তে সামিল হয়েছে। সি আর পি সি সি, আসাম এর পক্ষ থেকে রাজ্য সরকারের চূড়ান্ত বিদ্বেষমূলক পদক্ষেপের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের এধরনের অপচেষ্টা বন্ধ করতে জোরালো দাবি উত্থাপন করা হয় অন্যথায় সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী প্রদান করে।