নাগরিকত্ত্বের লড়াই জারি রেখে ১০৪ বছর  বয়সে চলে গেলেন চন্দ্রধর দাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলচর ঃ ২০১৮ সালের জানুয়ারী মাসে ১০২ বছরের বৃদ্ধ ভারতীয় নাগরিক চন্দ্রধর দাসকে  নাগরিকত্ত্বের প্রমান দিতে  আদেশ দেয় বিদেশি ট্রাইব্যুনাল৷ অসুস্থতার কারণে নির্দিষ্ট দিনে আদালতে হাজিরা দিতে পারেননি চন্দ্রধর দাস৷ নরেন্দ্র মোদির একান্ত অনুগত চন্দ্রধর বাবুর মনে আশা ছিল নাগরিকত্ব পাওয়া কোন সমস্যা হবে না৷ কিন্তু অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় একতরফা রায়ে চন্দ্রধর দাসকে বিদেশি ঘোষণা করা হয়৷ ২০১৮ সালের মে মাসে শিলচর আমরাঘাট বড়াই বস্তির বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন কেন্দ্রে রাখা হয়৷ সেখানে অসুস্থ হয়ে পড়ায় মাস তিনেক পরে ডিটেনশন কেন্দ্র থেকে ছাড়া পেয়ে যান৷ তবে নাগরিকত্ব পাওয়ার আইনি লড়াই জারি থাকে৷ নিয়মিত আদালতে হাজিরা দিতে দিতে গত ১৩ই ডিসেম্বর ২০২০ রাত্রি ১০-৩০ মিনিটে ১০৪ বছর বয়সে পরলোক গমন করেন চন্দ্রধর দাস৷