নৈহাটিতে ‘আমরা বাঙালী’র সম্মেলন’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা অক্টোবর নৈহাটিতে ‘আমরা বাঙালী’ উত্তর ২৪পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় নৈহাটি শহরে৷ সম্মেলনে  মহকুমার কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংঘটনিক সচিব শ্রী জয়ন্ত দাশ, ছাত্রনেতা তপোময় বিশ্বাস, সমতটের সংঘটন সচিব অরূপ মজুমদার প্রমুখ৷ উদ্বোধনী ভাষনে শ্রী জয়ন্ত দাশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ও কেন্দ্রীয় সরকারের একের পর এক বাঙালী বিদ্বেষী নীতির সমালোচনা করে কর্মীদের বলেন--- আমাদের এসব বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে ও কেন্দ্রীয় সরকারের প্রতিটি বাঙালী বিদ্বেষী পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনে নামতে হবে৷ যেভাবে  পূর্ব রেল বাঙালী হকার উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে তাতে কয়েক হাজার পরিবার সংকটে পড়বে৷ এমনিতেই করোনা সংক্রমণ ও লক্‌ডাউনের কারণে দীর্ঘদিন রুজি-রোজগার বন্ধ ছিল, একটু স্বাভাবিক হতেই সরকার অমানবিক ভাবে হকার উচ্ছেদ পদক্ষেপ নিচ্ছে৷ ‘আমরা বাঙালী’র স্পষ্ট নীতি বিকল্প ব্যবস্থা না করে কোনভাবেই হকার উচ্ছেদ করা চলবে না৷ সভায় বক্তব্য রাখেন সমতটের সংঘটন সচিব শ্রী অরূপ মজুমদার, ছাত্রনেতা তপোময় বিশ্বাস ও বাঙালী মহিলা সমাজের নেত্রী শ্রীমতী সাগরিকা পাল, গৌতম মণ্ডলকে নবগঠিত মহকুমা কমিটির সচিব নিবার্চিত করা হয়৷