সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সমুদ্র থেকে মরুভূমি৷ পাহাড় থেকে সমতল সব জায়গায় যে কোন পরিবেশে ব্যবহার করা যাবে এই পোশাক৷ এই পোশাককে নাইট ভিশন ডিভাইসও চিহ্ণিত করতে পারবে না বলে জানা যায়৷ এ্যান্টি ব্যাকটেরিয়াল অর্থাৎ সংক্রমন রোধ ফিনিস থাকছে এই পোশাকে৷ ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে এই এ্যাডভান্সড কমব্যাট পোশাক যা তৈরী হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতেই৷
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে জানা গিয়েছে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর কমব্যাট পোশাক খুবই উন্নত মানের৷ এখন যে নতুন পোশাক আসছে তা আরও উন্নত ও প্রযুক্তি সম্পূর্ণ৷ এই ধরণের পোশাক ব্যবহার করে আমেরিকার সেনাবাহিনী৷ এবার ভারতীয় সেনাবাহিনী ও সেই ধরণের পোশাক পরবে৷