নাকে অক্সিজেনের নল লাগিয়েই রিকশা চালানো

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত পাঁচ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন বাংলাদেশের এক ব্যক্তি৷ তার নাম সেন্টু৷ কিন্তু কি করবেন পেটের জ্বালায় সংসার খরচ ও তাঁর যাবতীয় খরচের জোগান দিতে হাতে তুলে নিয়েছেন রিকশার স্টিয়ারিং৷ বাংলাদেশের রাজশাহীর রাস্তায় রিকশা চালান তিনি৷ ফুসফুসের সমস্যা অক্সিজেন না পেলে হয়তো মৃত্যুও হতে পারে তাই অক্সিজেনের সিলিন্ডার অটোর পাশে রেখে নাকে অক্সিজেনের নল লাগিয়ে  তিনি দিনের পর দিন রিকশা চালিয়ে যাচ্ছেন৷ গত পাঁচ বছর ধরে তিনি ফুসফুসের সমস্যায় ভুগছেন তিনি৷ পুরো নাম মাইনুজ্জামান ওরফে সেন্টু৷ বাংলাদেশের রাজশাহী নগরের কলাবাগান এলাকার বাসিন্দা তিনি৷ তার দুই কন্যা ও এক পুত্র রয়েছে৷ সকলেরই বিয়ে হয়ে গিয়েছে৷ ফলে স্ত্রী চম্পাকেই নিয়েই এখন তাঁর সংসার৷ পেটের টানে ওই অবস্থায় রিকশা চালিয়ে যাচ্ছেন সেন্টু বাবু৷ রিকশার আসনের পাশেই সিলিন্ডার বসানোর জন্য একটি জায়গাও তিনি নিয়েছেন৷ প্যাসেঞ্জার না থাকলে ওই অক্সিজেন সিলিন্ডারটাই সেন্টুর সর্বক্ষণের সাথী৷ এটা ছাড়া এক মুহূর্ত চলে না তাঁর৷ তাই একপ্রকার বাধ্য হয়েই অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী বানিয়ে সকাল থেকেই সওয়ারির খোঁজে নেমে পড়ে সেন্টু৷ নাকে সর্বক্ষণ লাগানো রয়েছে অক্সিজেনের নল৷