নারী নির্যাতনের জ্বলন্ত প্রতীক তিন তালাক বিল সংসদে পাশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে ডিসেম্বর তিনতালাক  বিল লোকসভায়  ধবনিভোটে পাশ হয়ে গেল৷ সুপ্রিমকোর্টে গত বছর আগষ্টমাসে  এক ঐতিহাসিক রায়ে তিন তালাক  প্রথাকে অসাংবিধানিক  ও অমানবিক  বলে মন্তব্য করা হয়েছে৷ এরপর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয়  সরকারকে  দায়িত্ব দিয়েছিল এ ব্যাপারে আইন প্রণয়ণের জন্যে৷  

২৮ শে ডিসেম্বর কেন্দ্রীয় সরকার এই বিলটি লোকসভায় পেশ  করলে  তা ধবনি ভোটে  পাশ হয়ে যায়৷ আর জে ডি, ও অল ইন্ডিয়া মুসলিম লীগের সাংসদরা বিলটি উত্থাপনের সময় বাধা দেন৷

বিলটিকে সমর্থন করেছে কংগ্রেস৷ বিলের বিরোধিতা করেছে  অল ইন্ডিয়া মুসলিম প্যারসন্যাল  বোর্ড৷ বিলে প্রস্তাব রয়েছে তাৎক্ষণিক তালাক অবৈধ৷ এইভাবে তালাক দিলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷ তিন তালাক আইন গোটা দেশে প্রযোজ্য হলেও, জম্মু ও কশ্মীরে তা  প্রযোজ্য হবে না৷