নারীজাতিকে অবদমিত করে রাখার প্রতিবাদে শিলচরে গার্লস প্রাউটিষ্টের সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে এপ্রিল শিলচর শহরে গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে অসমে নারী নির্যাতন ও নারী জাতিকে অবদমিত করে রাখার প্রতিবাদে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়৷ গার্লস প্রাউটিষ্টের কাছাড় জেলা সচিব শ্রীমতি রুবি দাশ জানান বর্তমান সমাজে নারী জাতি নানাভাবে নির্যাতিত হচ্ছে৷ বহুক্ষেত্রেই যার কোন প্রতিকার হয় না৷ অসমের মত ছোট রাজ্যেও সরকারী তথ্য অনুযায়ী দৈনিক ১৭জন নারী নির্যাতিত হয়৷ গার্লস প্রাউটিষ্ট সমাজের সার্বিক কল্যাণে নারীজাতিকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলা ও নারী নির্যাতন,নারীজাতিকে  অবদমিত করে রাখার  অপচেষ্টা রুখতে নানা কর্মসূচি নিয়েছে৷

২৮শে এপ্রিল অপরাহ্ণে কয়েকশত মহিলা কর্মীর একটি মিছিল শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতির নীচে সমবেত হয়৷ সেখান থেকে গার্লস প্রাউটিষ্টের  কয়েকজন প্রতিনিধি অসমে নারী নির্যাতন রুখতে  ও নারীর প্রতি বৈষম্যমূলক আচরন বন্ধ করতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কয়েক দফা দাবী সম্মিলিত একটি স্মারকলিপি কাছাড় জেলা শাসকের  হাতে তুলেছেন৷

পরে শহীদ ক্ষুদিরামের স্ট্যাচুর নীচে এক সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দরুন্ধুতি আচার্যা ও অন্যান্য শিল্পীবৃন্দ৷ পরে বিভিন্ন বক্ত বর্তমান সামাজিক অর্থনৈতিক সমস্যা ও নারীজাতির প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি বিষয়গুলি তুলে ধরেন ও তার সমাধানের কথাও বলেন তাঁদের  বক্তব্যে৷  বক্তারা বলেন প্রাউটের  বাস্তবমুখী অর্থনীতির বাস্তবায়নের মাধ্যমেই বর্তমান সংকট থেকে মুক্তি সম্ভব৷ সভায়  বক্তব্য রাখেন  অবধূতিকা আনন্দ  নিরুক্তা আচার্যা, অবধূতিকা আনন্দ সুচরিতা আর্র্চর্যা, অনিতা চন্দ, জেলাসচিব রুবি দাশ প্রমুখ৷