নায়াগ্রা জলপ্রপাতের নীচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ আবারও খুলে দেওয়া হল জনসাধারণের জন্য৷ পর্যটকদের ‘ঐতিহাসিক’ ওই সুড়ঙ্গ দেখানোর জন্যে এমনই পরিকল্পনা করা হয়েছে৷ নায়গ্রা জলপ্রপাতের নীচে থাকা এই সুড়ঙ্গটি ৮মিটার লম্বা, ৬মিটার চওড়া৷ সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হবে কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি, তার কাছ দিয়ে৷ সুড়ঙ্গটি প্রায় ২২০০ ফুট (০.৬৭ কিলোমিটার) দীর্ঘ৷ একটি কাচের লিফটে করে পর্যটকদের ওই সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হবে৷ তার পরে অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভিতরে নিয়ে যাওয়া হলে একটি বিদ্যুৎ কেন্দ্রে পৌছবেন তাঁরা৷ এই সুড়ঙ্গটি আসলে ওই বিদ্যুৎ কেন্দ্রেরই অংশ৷ ১৯০৫ সালে জলপ্রপাতের কাছে জলশক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার৷ কয়েক হাজার কর্মী প্রায় চার বছর ধরে কাজ করে সেটির নির্মাণ কাজ শেষ করেন৷
সুড়ঙ্গের শেষে পৌঁছলে, নায়াগ্রা জলপ্রপাত খুবই কাছ থেকে দেখতে পাবেন পর্যটকেরা৷ কানাডা সরকারের নায়াগ্রা বিষয়ক সংস্থা ‘নায়গ্রা পার্কস কমিশন’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে সুড়ঙ্গের শেষে ২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যাতে পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে পারেন৷ একটি লাইট অ্যাণ্ড সাউণ্ড শো-র আয়োজনও করা হয়েছে যেখানে ওই বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসের ব্যাপারে জানতে পারবেন পর্যটকেরা৷ রাতের বেলাও সুড়ঙ্গ থেকে নায়গ্রার শোভা দেখার সুযোগ পাওয়া যাবে৷