‘বৎসর নব বৎসর তুমি
কল্যাণ এনো চারিদিকে’-প্রভাত সঙ্গীত৷
১৮২৮ বঙ্গাব্দের প্রথম সুপ্রভাতের অরুণালোকে পাখির কলতানে বাঙলার ঘরে ঘরে মঙ্গলের বিজয় শঙ্খ৷ বাঙালী তাঁর মানবিক মূল্যবোধে,বুদ্ধিতে বোধিতে মণীষায় নবরূপে জেগে উঠুক৷
বৎসরের প্রথম দিন সবার মন প্রাণ ভরে উঠুক অপার আনন্দে আর ভালবাসায়৷ এটাই স্বাভাবিক, তবু বাঙালীর ভাগ্যাকাশে আজ আলো আঁধারের খেলা৷ স্বভূমিতে পরবাসী হওয়ার আতঙ্ক প্রতিনিয়ত তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে৷ তাই এবারের নববর্ষ বাঙালীর কাছে আনন্দের নববর্ষ নয়, শান্তির নববর্ষ নয়৷ এবারের নববর্ষ সংগ্রাম করে আপন অধিকার অর্জনে শপথ নেবার নববর্ষ৷ সকল প্রকার অন্ধবিশ্বাস আর কুসংস্কারমুক্ত মন নিয়ে বাঙালীস্তানকে দুর্বৃত্ত মুক্ত করবই করব, স্বভূমিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করবই---এই হোক ১৪২৮ নববর্ষের শপথ৷
বিশ্বের সকল বাঙালীকে ১৪২৮ বঙ্গাব্দে প্রীতি শুভেচ্ছা ও প্রাণভরা ভালবাসা জানাই৷ পরমপুরুষের কৃপায় ঐক্যবদ্ধ বাঙালীর সমবেত প্রচেষ্টায় শোষণমুক্ত বাঙালীস্তান গড়ে উঠুক৷ বাঙালী ছাত্রযুব সমাজে এটাই নববর্ষের কামনা৷