নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই অক্টোবর,২৩ আনন্দনগর রোটান্ডা অডিটোরিয়ামে আনন্দমার্গ কলেজের নবীন বরণ, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার  প্রদান করা হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মের জয় নাটক, প্রভাত সঙ্গীত, কবিতা পাঠ ও অনান্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দমার্গের কেন্দ্রীয় সচিব আচার্য সুতীর্থানন্দ অবধূত, মুখ্য অতিথি ছিলেন ঝালদা  অশ্রুরাম কলেজের অধ্যক্ষ ডঃ অরূপকান্তি কোনার, বিশেষ সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন কোটশিলা কলেজের অধ্যক্ষ ডঃ প্রভাত কুমার মণ্ডল, আনন্দমার্গ গুরুকুলের মহাসচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত ও কেন্দ্রীয় শিক্ষা ত্রাণ ও জনকল্যাণ সচিব আচার্য তথাগতান্দ অবধূত৷