মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ তপারতী আচার্যা,বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ অভিভাবক ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উদ্যোগে গত ২৭শে মার্চ রবিবার মহান দার্শনিক ও শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার যিনি আবিশ্ব ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে চিরপ্রণম্য৷ তাঁরই শুভ জন্মশতবর্ষ সাড়ম্বরে পালিত হয়েছে৷ সকাল ৮টায় বর্র্ণঢ্য শোভাযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রা, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, স্থানীয়, বিশিষ্ট ব্যষ্টিবর্গ,আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্যবৃন্দ, সন্ন্যাসী, সন্ন্যাসিনীবৃন্দ দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানবতাবাদ দর্শন আধারিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন৷
‘‘মানুষ মানুষ ভাই ভাই’’ ‘সব মানুষের ধর্ম এক’ ‘‘পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও, সবার জীবনের মূল্য রয়েছে কেউ তুচ্ছ নয়, সবাইকে ভালবাস, সম্মান দাও ‘যত্ন নাও ইত্যাদি মূল্যবোধের ডাক দিয়ে, এন.সি.সি প্যারেডসহ ব্যাণ্ডের তালে তালে উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা নবীপুরের বিভিন্ন জনবহুল পথ ধরে এগিয়ে চলে৷ এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দমার্গ স্কুল থেকে যাত্রা শুরু করে মোহনগঞ্জ,শেখপাড়া আদি স্থান পরিক্রমা করে দুপুর ১২টায় আনন্দমার্গ স্কুলে এসে শেষ হয়৷ ছাত্র-ছাত্রাদের হাতে নব্যমানবতাবাদের বার্র্ত দিয়ে বিভিন্ন প্লে কার্ড, প্রভাতসঙ্গীত, প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য দর্শক কর্ত্তৃক প্রশংসিত হয়েছে৷
বিদ্যালয়ে গৃহে আয়োজিত আলোচনা সভা ও সাংসৃকতিক অনুষ্ঠানে স্থানীয় বি.ডি.ও শ্রী পার্থ চক্রবর্তী ও সি শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস, আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, মহিলা কল্যাণ বিভাগের প্রধানা অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা আনন্দ করুণা আচার্যা ও অন্যান্য সন্ন্যাসী-সন্ন্যসিনীবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া অবধূতিকা আনন্দচিতিসুধা আচার্র্য৷ কৃষ্ণনগর ডায়োসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা, অবধূতিকা আনন্দচিতিসুধা আচাযা, অবধূতিকা আনন্দ দীপাঞ্জনা আচার্যা, অবধূতিকা গুনময়া আচার্যা, আচার্য বাণীব্রত ব্রহ্মচারী, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত,আচার্য বিশোত্তবানন্দ অবধূত ও ডাঃ প্রশান্ত দত্ত প্রমুখ৷
বর্তমান ক্ষয়িষ্ণু সমাজের ভবিস্যতকে আলোকজ্জ্বল করার জন্য নব্যমানবতাবাদী শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর অতিথিবৃন্দ মনোজ্ঞ আলোচনা করেন৷ নৈতিকতা, মানবতা ও আধ্যাত্মিকতাই নোতুন সমাজের আধার শিলা৷ আনন্দমার্গ শিক্ষাপদ্ধতি কেবল পুঁথিগত জ্ঞান নয় তা হ’ল জীবনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা যা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করে থাকে৷ অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের অধ্যক্ষা আনন্দ তপারতি আচার্যা৷ শেষে প্রভাতসঙ্গীত অবলম্বনে একটি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ৷