গত ৭ই এপ্রিল,২০২৩ নদীয়া জেলার নবরায়নগরে বিশিষ্ট আনন্দমার্গী শিপ্রা সরকারের বাসগৃহে শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ৰাৰা নাম কেবলম্ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর আলোচনায় অংশ গ্রহণ করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন নদীয়ার ভুক্তিপ্রধান জেনারেল ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷
ফকির তলা ঃ গত ৮ই এপ্রিল কৃষ্ণনগর সন্নিহিত ফকির তলায় শ্রীশুভঙ্কর বিশ্বাসের বাসগৃহে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত অখণ্ড ৰাৰা নাম কেবলম্ কীর্তন অনুষ্ঠিত হয়৷ কীর্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন সুষ্মিতা বিশ্বাস৷ কীর্ত্তন মহিমার ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশোগানন্দ অবধূত বিশিষ্ট আনন্দমার্গী শ্রী গোঁরাচাদ দত্ত ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷
ঘূর্ণী হালদার পাড়া ঃ গত ১৫ই এপ্রিল, কৃষ্ণনগরের ঘূর্ণী হালদার পাড়ার মোড়ে মধূপর্ণায় বাংলার নববর্ষ উপলক্ষ্যে ৫০ জন ভক্তের উপস্থিতিতে ৰাৰা নাম কেবলম্ কীর্তন মিলিত সাধনা গুরুপূজা ও স্বাধ্যায়ের পর আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷