নবরায়নগরে অখণ্ড কীর্তন, গৃহ প্রবেশ, মেডিকেল ক্যাম্প,বৃক্ষরোপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নবনারায়নগরে এ বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি শিপ্রা সরকারের বাসভবনে সকাল ৭-৩০মি. থেকে বেলা ১-৩০ মি. পর্যন্ত ছয়ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম’ অখণ্ড কীর্ত্তনানুষ্ঠান, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় এর মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়৷

কীর্ত্তন চলাকালীন গৃহপ্রবেশ অনুষ্ঠান ও বৃক্ষ রোপন অনুষ্ঠান হয়৷ তাতে পৌরহিত্য করেন আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত৷ তাতে সহযোগিতা করেন উপস্থিত মার্গী দাদা-দিদি ও সন্ন্যাসিনীবৃন্দ৷ কীর্ত্তনানুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন---শ্রীসজল রায়, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিভূকনা আচার্যা, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, শ্রীমতি কাজল সরকার, অনুপ্রিয় দেব, পূর্ণতা দেব, কৌশিক সরকার প্রমুখ৷ কীর্ত্তন মহিমা নিয়ে আলোচনা করেন--- আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, কীর্ত্তন শেষে শিপ্রা দি ১৫০ শতাধিক জনকে নারায়ণ সেবায় আপ্যায়ীত করেন৷ কীর্ত্তনানুষ্ঠানকে কেন্দ্র করে একটি আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷