নবরায়নগরে মেডিক ক্যাম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর সন্নিহিত নব রায়নগরে প্রবীনা আনন্দমার্গী দিদি শিপ্রা সরকারের বাসভবনে অখণ্ড কীর্ত্তন উপলক্ষ্যে ভি.এস.এস ও জি.ভি.এস.এস এর যৌথ উদ্যোগে একটি ‘আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ ডাঃ বিবেক জ্যোতি সারাদিন ধরে উক্ত গ্রামের দুঃস্থ মানুষদের   চিকিৎসা করেন ও ঔষধ বিতরন করেন৷  তাঁকে এ কাজে পূর্ণ উদ্যমে সহযোগিতা করেছেন তাঁর সহধর্মিনী শ্রীমতি তনুকা সরকার৷ মেডিকেল ক্যাম্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন  সন্মানীয় অতিথি আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷