সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ডঃ সুনন্দিতা ভৌমিক ভূবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন৷ তাঁর গবেষণার বিষয় ছিল---‘ছাত্রদের সর্বাত্মক ব্যষ্টিত্বের বিকাশের ওপর আনন্দমার্গ স্কুলের নব্যমানবতাবাদী শিক্ষার প্রভাব৷’ তিনি গবেষণা করেছিলেন ভূবনেশ্বরের রিজিওনাল ইনষ্টিটিউশন অফ এডুকেশন (আর.ই.আই., এন.সি.ই.আর.টি)৷
ডঃ সুনন্দিতা ভৌমিক বর্তমানে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত৷