সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ডিভিসির বিশাল জলাধার যখন তৈরী হচ্ছিল, তখন বৈজ্ঞানিক মেঘনাদ সাহা বলেছিলেন, এভাবে বিশাল জলাধার না করে সেই স্থলে ছোট ছোট বহু সংখ্যক জলাধার করা উচিত৷ তখন তার কথায় নেহেরু কাণ দেননি৷ পরে বোঝা যাচ্ছে তাঁর পরামর্শ কতখানি সুচিন্তিত ছিল৷ এখন ডি.ভি.সি. ও নদী পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞ কমিটি বসিয়ে নূতন করে চিন্তাভাবনা করা উচিত৷ ডি.ভি.সি.-র জলধারের জলধারণ ক্ষমতা ও এখন বহুলাংশে হ্রাস পেয়েছে৷ ডি.ভি.সি’-র জলাধারের সংস্কারের পাশাপাশি আরও বহু সংখ্যক ছোট ছোট জলাধার করে’ বর্র্ষর জলের বেশির ভাগ কীভাবে ধরে রাখা যায় তার পরিকল্পনা করতে হবে৷ তাতে অতিরিক্ত জলে বন্যার ভয় যেমন হ্রাস পাবে, তেমনি দেশের সর্বত্র জালের মত ছড়ানো নানান প্যানেলের মাধ্যমে সারা বছর চাষের জন্যে সেচের জল পাওয়া যাবে৷