নদীয়া জেলার অন্তর্গত এলাঙ্গী গ্রামে  অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই মার্চ এলাঙ্গী, নদীয়া জেলার অন্তর্গত এলাঙ্গী গ্রামের প্রবীন আনন্দমার্গী শ্রী সন্তোস মৃধা ও শ্রীমতি নিরুপমা মৃধার বাসগৃহে শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন আধ্যাত্মিক তরঙ্গে, মধুর সুরে গ্রামে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ উক্ত গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বহু ভক্ত কীর্ত্তন অঙ্গনে উপস্থিত হন৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, কৌশিক সরকার, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ কীর্তন শেষে মিলিত সাধনা গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন মার্গীবোন শ্রীমতি তৃণা পাল৷ কীর্তন মহীমার ওপর মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন--- কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ভূক্তিকমিটির অন্যতম বিশিষ্ট সদস্য ডাঃ মনোরঞ্জন বিশ্বাস ও সনৎ মৃধা প্রমুখ৷

উক্ত কীর্ত্তন অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক ব্যষ্টিকে নারায়ণ সেবায়  আপ্যায়িত করেন শ্রী সুখেন মৃধা৷