নদীয়া জেলার অন্তর্গত মদনপুরে অখন্ড ‘বাবানাম কেবলম’ কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার মদনপুর অন্তর্গত গোবিন্দনগরে প্রবীন আনন্দ মার্গী ডাঃ নিখিল চন্দ্র দাস ও শ্রীমতী মায়া দাস এঁর বাসগৃহে তাঁর পুত্র শ্রীতাপস দাস ও পুত্রবধু রীণা.দাস এঁর উদ্যোগে ১৩ই মার্চ ২২ রবিবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ”বাবানাম কেবলম‘’ অখন্ড সঙ্কীর্ত্তন  অনুষ্ঠিত হয়। কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপুজা হয়। চরম নির্দেশ পাঠ করেন আমাদের ছোট্ট দাদাভাই শ্রী চিরদীপ সরকার। স্বাধ্যায় করেন আমাদের দিদিভাই কণিকা দাস। প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন শ্রীকৌশিক সরকার,   শ্রীমতী পিয়া সরকার, শ্রীমতী কাজল সরকার, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, ডাঃ বিপ্লব শীল প্রমুখ। অনুষ্ঠানে “কীর্ত্তন মহিমা” নিয়ে মুল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন বিশিষ্ঠ আনন্দমার্গী শিক্ষাব্রতী শ্রীরঞ্জিত বিশ্বাস, কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, প্রবীন আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ  ভট্টাচার্য। অনুষ্ঠানে রাত অবধি নয় শতাধিক  ভক্তকে  নারায়ন সেবায় আপ্যায়ীত করেন শ্রী তাপস দাস, শ্রীমতী রীণা দাস ও দেবদত্তা দাস।