নদীয়া জেলার এলাঙ্গী গ্রামে কীর্ত্তন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে জানুয়ারী ২৪ শুক্রবার নদীয়া জেলার ভুক্তি কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন ব্লক থেকে আগত শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার অন্তর্গত বাংলাদেশ সীমান্তে এলাঙ্গী গ্রামে নদীয়া জেলার ভূক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও শ্রীমতী কল্পনা বিশ্বাস এর বাসগৃহে সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহমন্ত্র ‘‘বাবা নাম্‌ কেবলম্‌’’ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন ডাঃবৃন্দাবন বিশ্বাস,কাজল সরকার, কাকলী মন্ডল,অনুপ্রিয়া দেব, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজা হয়৷ স্বাধ্যায় করেন---মনোতোষ মজুমদার৷ কীর্ত্তনের মধুরানন্দে গ্রামের দূর-দুরাস্ত থেকে বহু ভক্ত কীর্ত্তন অঙ্গনে উপস্থিত হন৷ কীর্ত্তন মহিমা বিষয়ের ওপর মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন-- কৃষ্ণনগর ডায়োসিস সেক্রেটারী আচার্য সৌম্য সুন্দরানন্দ অবধূত, বিশিষ্ট শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা তথা কৃষ্ণনগর ডিট সেক্রেটারী (এল) ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠান শেষে রাত্রি ১১টা পর্যন্ত সাড়া গ্রামের বহু ভক্তকে নারায়ণ সেবায় আপ্যায়ীত করেন শ্রীবৃন্দাবন বিশ্বাস ও.শ্রীমতী কল্পনা বিশ্বাস ও তাঁদের পুত্র শ্রীমান ছন্দক বিশ্বাস৷ এ ছাড়া নারায়ণ সেবায় একটি বড় ভূমিকা ছিল কৃষ্ণনগর ইউনিট সেক্রেটারী শ্রী আনন্দ বিশ্বাস মহাশয়ের৷