নদীয়া জেলার এলাঙ্গীগ্রামে আনন্দ মার্গীয় পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এলাঙ্গী গ্রাম,নদীয়া,গত ৯ই আগষ্ট ২০২৪, সম্প্রতি নদীয়া জেলার অন্তর্গত এলাঙ্গী গ্রামের প্রবীন আনন্দমার্গী শ্রীসন্তোষ কুমার মৃধা প্রয়াত হয়েছেন৷ গত ৯ই আগষ্ট ২০২৪ এলাঙ্গীস্থিত তাঁর নিজ বাসগৃহে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে আনন্দমার্গীয় পদ্ধতিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম কীর্তন, মিলিত সাধনা, গুরুপুজা,চরম নির্দেশ ও স্বাধ্যায় এর পর শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত৷ আনন্দমার্গের বিধি অনুসারে শ্রাদ্ধানুষ্ঠানের বিষয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন---নদীয়া জেলা আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ঠ তাত্ত্বিক---সুবক্তা শ্রী গোরাচাঁদ দত্ত৷ তাঁর আলোচনা উপস্থিত অতিথিবৃন্দ কর্তৃক ভূয়সী প্রসংসিত হয়েছে৷ এছাড়া কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা তথা কৃষ্ণনগর ডিটএস --- এল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা কর্তৃক মূল্যবান আলোচনাও উপস্থিত সকলকে মুগ্দ করেছে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নদীয়া জেলার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷