কৃষ্ণনগর, রাধানগর ঃ কৃষ্ণনগর শহরের রাধানগর অঞ্চলে সৃজনী আবাসনের প্রবীণ আনন্দমার্গী শ্রীগোবিন্দ বিশ্বাস ও শ্রীমতী অর্চনা বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শ্রীমাণ শান্তনুর সঙ্গে কৃষ্ণনগর শহরের রাধানগর শ্রীচৈতন্য লেনের শ্রী সতীন্দ্র সরকার ও মিনতি সরকারের কন্যা মেধার সঙ্গে আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে স্থানীয় ‘মোহর ম্যানসন’ (লজ)-এ বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা ও মিঠু মুখার্জী৷ ধর্মচক্রের পর আধ্যাত্মিক পরিমণ্ডলে মূল অনুষ্ঠান বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য অনুপমানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷ বক্তব্য রাখেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ---
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দকে সুস্বাদু নিরামিষ আহারে আপ্যায়িত করা হয়৷
পাত্রের বাড়ীতেও ১৩ই নভেম্বর আত্মীয়-পরিজনকে সুস্বাদু নিরামিষ প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷